২৭ নভেম্বর চীনের দারিদ্র্য বিমোচন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হু ফু কুও বলেন, চীনের দারিদ্র্য বিমোচনে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণকে উত্সাহিত করা সময় সাপেক্ষ কঠিন কাজ । বিশেষ করে এতে শিল্পপতিদের সক্রিয় অংশগ্রহণ দরকার ।
কুয়াং শি'র পেইহাই শহরে অনুষ্ঠিত দারিদ্র্য বিমোচন সংক্রান্ত এক সেমিনারে তিনি বলেন, চীনের দারিদ্র্য বিমোচন উন্নয়ন পরিষদ অব্যাহতভাবে দারিদ্র্য বিমোচনের কাজ ত্বরান্বিত করবে , দারিদ্র্য বিমোচন পুঁজি ও তথ্য সেবা শুরু করবে, দরিদ্র অঞ্চলের শ্রমিকদের প্রশিক্ষণ ও স্থানান্তর সম্প্রসারণ করবে, নানা ধরনের দারিদ্র্য বিমোচন প্রকল্প সম্পন্ন করবে এবং দারিদ্র্য বিমোচনের মান ও নতুন পদ্ধতির উন্নয়ন ঘটাবে ।
১৯৭৮ সালের পর থেকে এ পর্যন্ত চীনে দরিদ্র মানুষের সংখ্যা ২৫ কোটি থেকে ২ কোটিতে কমে গেছে । দারিদ্র্য আগের চেয়ে ৯০ শতাংশ কমলেও ২ কোটি এর দরিদ্র মানুষ এখনো একটি বড় সমস্যা ।
(ছাও ইয়ান হুয়া)
|