পেইচিংয়ে প্রথম বারের মত বয়োবৃদ্ধদের চলচ্চিত্র উত্সব আয়োজিত
সম্প্রতি পেইচিংয়ের প্রথম বয়োবৃদ্ধদের জন্য প্রথমবারের মত চলচ্চিত্র উত্সবের আয়োজন করা হয়েছে । চীনের গণ বিশ্ববিদ্যালয়ের বয়োবৃদ্ধ বিষয়ক গবেষণা সংস্থার প্রধান তু ফেন বলেছেন , বয়োবৃদ্ধদের জন্য প্রথম পেইচিং চলচ্চিত্র উত্সব সারা বিশ্বে বয়োবৃদ্ধদের চলচ্চিত্র উত্সবের সূচনা করেছে । সারা বিশ্বে চীনের বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি । কাজেই চীনে বয়োবৃদ্ধদের চলচ্চিত্র উত্সব আয়োজন করা বিশ্বের চলচ্চিত্র ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে ।
জানা গেছে , পেইচিংয়ের বয়োবৃদ্ধদের চলচ্চিত্র উত্সব চলাকালে ছায়াছবি প্রদর্শন , দর্শকদের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচন , বয়োবৃদ্ধদের চলচ্চিত্র সম্পর্কিত সেমিনার ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানসহ নানা কর্মসূচী নেয়া হয়েছে ।
চীনে বয়োবৃদ্ধদের সংখ্যা দ্রুত বাড়ছে । ৬০ বছর বেশি বয়স বেশি এমন বয়োবৃদ্ধের সংখ্যা ১৪ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে । কাজেই বৃদ্ধ -বৃদ্ধাদের আরো বেশি যত্ন নেয়া উচিত ।
চীন ও বিদেশের কবিরা হুয়ান পাহাড়ের পাদদেশে কবিতা আবৃত্তি করেন
অক্টোবর মাসের মাঝামাঝি সময় চীনের আনহুই প্রদেশের নামকরা দর্শনীয় স্থান-- হু পাহাড়ের পাদদেশের ই জেলায় চীনা ও বিদেশী কবিদের একটি বিনিময় কর্মসূচীর আয়োজন করা হয়েছে । চীনের ও বৃটেনের সংশ্লিষ্ট বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কবিতা বিনিময় কর্মসূচীতে চীন ছাড়া নিউজিল্যান্ড , বৃটেন , নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের দশ-বারোজন নামকরা কবি অংশ নিয়েছেন । কবিতা বিনিময় কর্মসূচীতে চীনা কবিরা বিদেশের কবিতা আর বিদেশী কবিরা চীনের কবিতা অনুবাদ ও আবৃত্তি করেন । এ কর্মসূচী ছয়দিন স্থায়ী ছিল ।
চীনের আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহ পেইচিংয়ে অনুষ্ঠিত
চীনের একাদশ আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহ ২ থেকে ১১ই নভেম্বর পর্যন্তপেইচিংয়ে আয়োজিত হয়েছে । দেশবিদেশের ৪০জন ডিজাইনারের পোশাক এ ফ্যাশন সপ্তায় প্রদর্শিত হয়েছে । এ ফ্যাশন সপ্তায় ৪০টি ফ্যাশন শো আয়োজন করা হয়েছে এবং জাপান ও জার্মানীর নামকরা কোম্পানির সঙ্গে মিলে নতুন স্টাইলের পোশাকের ডিজাইন প্রতিযোগিতাও আয়োজন করা হয় ।
জানা গেছে , দশ বছরের প্রচেষ্টার পর চীনের আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহ ইতোমধ্যেই নতুন স্টাইলী ও নতুন মার্কার পোশাকের প্রচার এবং বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি প্ল্যাটফর্মেপরিণত হয়েছে ।
|