চীনের ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্প বিশ্বের বৃহত্তম জলসেচ ও জলবিদ্যুত প্রকল্পগুলোর অন্যতম। বতর্মানে এই প্রকল্পে বিরাট অগ্রগতি হয়েছে। গত সেপ্টেম্বর অবধি ইয়াংসি নদীর তিন গিরিখাতের সংযোগস্থল প্রকল্প, বিদ্যুত সরবরাহ প্রকল্প এবং অভিবাসন প্রকল্পেরলক্ষণীয় অগ্রগতি হয়েছে। এর মধ্যে বিদ্যুত সরবরাহের প্রকল্প মোটামুটি সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি ইয়াংসি নদীর তিন গিরিখাতের গঠন ও সংরক্ষণ কাজও সুষ্ঠুভাবে চলছে। পরিবেশের উপর প্রকল্পগুলোর সৃষ্ট প্রভাব গ্রহণযোগ্য আওতার ভিতরে রয়েছে।
২৭ নভেম্বর চীনের রাষ্ট্রীয় তথ্য পরিষদের এক প্রেসব্ ব্রিফিংএ চীনের রাষ্ট্রীয় পরিষদের তিন গিরিখাত নির্মাণ কমিশনের দফতরের মহা পরিচালক ওয়াং শিও ফেন বলেন, বতর্মানে ইয়াংসি নদীর তিন গিরিখাতের নির্মাণ কর্মসূচী সুষ্ঠুভাবেচলছে এবং এই প্রকল্পে প্রথম পযার্য়ে যথেষ্ট অগগ্রতি হয়েছে। তিনি বলেন,
" তিন গিরিখাতের সংযোগস্থল প্রকল্প, বিদ্যুত সরবরাহ প্রকল্প এবং অভিবাসনের কাজ স্থিতিশীলভাবে চলছে। তিন গিরিখাতে ১৫৬ মিটার উঁচু পানির চলাচল বাস্তবায়িত হয়েছে। লাখ লাখ অধিবাসী নির্বিঘ্নে তাদের নতুন বাসায় উঠেছেন। তা ছাড়া, তিন গিরিখাতে বন্যারোধ, বিদ্যুত উত্পাদন, পরিবহণ এবং পরিবেশের বহুমুখী কার্যকর ভূমিকাও ষ্পষ্ট হয়ে উঠছে । অধিবাসীদের জীবনযাত্রার মান বছরের পর বছর উন্নত হচ্ছে। তিন গিরিখাত অঞ্চলের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে।
মহা পরিচালক ওয়াং শিও ফেন বলেন, ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্প বেশ কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে। প্রথমতঃ এই প্রকল্পের মাধ্যমে ইয়াংসি নদীর নিম্ন অববাহিকার বন্যা প্রতিরোধ ব্যবস্থা জোরদারহয়েছে। দ্বিতীয়তঃ তিন গিরিখাত প্রকল্পের বিদ্যুত কেন্দ্রে বিদ্যুত উত্পাদন শুরু হওয়ার পর মোট ২০ হাজার কোটি কিলোওয়াটার ঘন্টা বিদ্যুত উতপাদন করা হয়েছে। বিদ্যুত সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে। এর ফলে পূর্ব, মধ্য ও দক্ষিণ চীনের অনেক জায়গার বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তৃতীয়তঃ তিন গিরিখাতের জলাধারে পানি রির্জাভের পর মাল পরিবহণের পরিমাণ ১৮ হাজার কোটি টন ছাড়িয়ে গেছে। এর ফলে ইয়াংসি নদী অববাহিকারের নৌকাপরিবহণ শিল্পের উন্নতি তরান্বিত করা হয়েছে। স্থানীয় সরকারের আনুকূল্যে তিন গিরিখাত অঞ্চলের অভিবাসীদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। চলতি বছরের প্রথম ন'মাসে গ্রামাঞ্চলের অভিবাসীদের মাথাপিছু আয় গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্বের অন্যতম সবচেয়ে বড় জলসেচ ও জলবিদ্যুত প্রকল্প হিসেবে পরিবেশের ওপর তিনি গিরিখাত প্রকল্প থেকে সৃষ্ট প্রভাব আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে মহা পরিচালক ওয়াং শিও ফেন বলেন, চীন সরকার সবসময় তিন গিরিখাত প্রকল্পের পরিবেশ গঠন ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়। বিভিন্ন স্তরের সরকারের সম্মিলিত সহযোগিতায় তিনি গিরিখাত অঞ্চলের পরিবেশের গঠন ও সংরক্ষণ কাজে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। তিনি বলেন,
" তিন গিরিখাত প্রকল্পে পানি রির্জাভ রাখার পর এক পর্যবেক্ষণ থেকে দেখা যায়, পরিবেশের ওপর প্রকল্প থেকে সৃষ্ট প্রভাব গ্রহণযোগ্য । ভুমি ধস কার্যকরভাবে নিয়ন্ত্রণেআনা হয়েছে। তিন গিরিখাত অঞ্চলের প্রাণী ও উদভিদের সংরক্ষণও পদ্ধতিগতভাবে করা হয়েছে।
|