পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এদিন সামরিক বাহিনীর পদ থেকে পদ ত্যাগের পূর্বে এক সফরে রাওয়ালিপিন্ডিতে গিয়েছেন। ২৮ নভেম্বর তিনি সামরিক পদ ত্যাগ করবেন। ২৭ নভেম্বর বার্তা সংস্থা এপিপি সূত্রে জানা গেছে।
খবরে প্রকাশ, মামরিক বাহিনীর ঐতিহ্য অনুযায়ী তিনি পাকিস্তান বাহিনীর গুরুত্বপূর্ণ বিভাগগুলো পরিদর্শন করবেন। এদিন সকালে তাকে যৌথ বাহিনীর সদর দপ্তরে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি সামরিক বাহিনীর জি এস ও-এর প্রতিনিধি তারিক মজিদ এবং অন্যান্য উর্ধতন সামরিক কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন এবং ম্মারক বিনিময় করেছেন।
সরকারের কর্মসূচী অনুযায়ী মুশাররফ ২৯ নভেম্বর একজন বেসামরিক ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। স্টাফ প্রধানের দায়িত্ব গ্রহণকারী আশরাক পারভেজ কিয়ানি পাকিস্তান বাহিনীর পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। (লিলি)
|