চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং রাশিয়াসহ পাঁচটি দেশের ১০ জন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি জরীপ দল ২৭ নভেম্বর পিয়ং ইয়ংয়ে পৌঁছেছেন। তাঁরা উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং অঞ্চলের পরমাণু স্থাপনার নিষ্ক্রিয়করণ কাজের পরিস্থিতি জানতে এসেছেন।
জরিপ দলের একজন প্রতিনিধি, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর কোরিয়া বিষয়ক দূত ছেন নাইছিং বিমান বন্দরে বলেছেন, জরিপ দলটি ২৮ নভেম্বর ইয়ংবিয়ংয়ে যাবেন এবং একইদিন পিয়ং ইয়ংয়ে ফিরে আসবেন। তারপর ২৯ নভেম্বর পিয়ং ইয়ং ত্যাগ করবেন। তিনি বলেন, এ পর্যন্ত উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনার নিষ্ক্রিয়করণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হয়েছে।
জরিপ দলের আরেক জন সদস্য, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর কোরিয়ার পরমাণু বিষয়ক দলনেতা লিম সোং নাম মনে করেন, এ পর্যন্ত উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং অঞ্চলের পরমাণু স্থাপনার নিষ্ক্রিয়করণ সম্পর্কিত অগ্রগতি সুষ্ঠু। নিষ্ক্রিয়করণ কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে। (লিলি)
|