সাংহাইয়ের ফু তুং অঞ্চল প্রতিষ্ঠার ১৭ বছরে মোট ১৬ হাজার বিদেশী প্রতিষ্ঠানের প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার ফু তুং বিনিয়োগ হয়েছে । ২৭ নভেম্বর আমাদের সংবাদদাতা ফু তুং অঞ্চলের অর্থনৈতিক কমিটি সূত্রেএ তথ্য পেয়েছেন । ফুতুং অঞ্চলের অর্থনৈতিক কমিটির ভাইস চেয়ারম্যান সুন ইয়োং ছিয়ান এ সাংবাদিককে দেয়া একটি সাক্ষাত্কারে জানিয়েছেন , সাম্প্রতিক বছরগুলোতে ফুতুং অঞ্চলে বিদেশী পুঁজি আকর্ষণের কিছু পরিবর্তন হয়েছে । বিদেশী কোম্পানিগুলো প্রধানতঃ পরিসেবা ও হাইটেক শিল্পে বিনিয়োগ করছে।
তিনি আরো বলেন , পরবর্তী কয়েক বছরে ফুতুং অঞ্চল হুয়াং ফু বন্দরের প্রাধান্যকে কাজে লাগিয়ে বিদেশী পুঁজিকে আধুনিক মাল সরবরাহ ও বাণিজ্যিক লেনদেনে বিনিয়োগের প্রচেষ্টাও চালাবে। চীন সরকারের পরিকল্পনা অনুসারে ২০২০ সালে সাংহাই অন্যতম আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে পরিণত হবে ।
|