চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান , চীনের নারী ফেডারেশনের চেয়ারম্যান কু সিউ লিয়েন বলেছেন , চীন সরকার নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করাকে দেশ ও সমাজের উন্নয়ন তরান্বিত করার একটি মৌলিক নীতি হিসেবে গণ্য করে নারী উন্নয়নের অগ্রগতিকে তরান্বিত করবে । ২৭ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত এশিয়ার নারী পার্লামেন্ট সদস্য ও নারী মন্ত্রীর পঞ্চম অধিবেশনে কু সিউ লিয়েন এ কথা বলেন । তিনি আরো বলেন , চীন সরকার নারীর সমান অধিকার নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছে , নারী উন্নয়ন তরান্বিত করা ও নারীদের অধিকার ও স্বার্থ নিশ্চিত করার আইনবিধি প্রণয়ন করেছে এবং গোটা সমাজে নারীকে সমর্থন করার পরিবেশ সৃষ্টি করেছে । সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার বাধ্যতামূলক শিক্ষার সামঞ্জস্য নিশ্চিত করা , গরীব পরিবারের নারী ও শিশুর সমান শিক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করা ও শহরে কাজ করা কৃষকদের ছেলেমেয়ের অধিকার নিশ্চিত করার অভিযান চালিয়ে সুফল পেয়েছে । এ ক্ষেত্রে চীন বিভিন্ন দেশের উন্নত অভিজ্ঞতাকে কাজে লাগাবে ।
উল্লেখ্য, বর্তমান অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় ছিল নারী ও নারী শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি । এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশটিরও বেশি দেশের এক শ' বিশজন নারী পার্লামেন্ট সদস্য , নারী মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন ।
|