দক্ষিণ কোরিয়ার ১৭তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ২৭ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । প্রেসিডেন্ট পদের বারোজন প্রার্থী আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শেষ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন ।
দক্ষিণ কোরিয়ার জোনগান দৈনিক পত্রিকার ২৭ নভেম্বরের জনমত জরীপ রিপোর্ট থেকে জানা গেছে , বৃহত্ জাতীয় পার্টির পদপ্রার্থী লি মিয়ুন বাক , নির্দলীয় পদপ্রার্থী লি হোই ছান ও ইউনাইটেট নিউ ডেমোক্রেটিক পার্টির পদপ্রার্থী ছুন দোন ইয়োংয়ের সমর্থনকারীর সংখ্যা সবচেয়ে বেশি ।
দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার তত্পরতা চালাতে পারেন ।
|