v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Monday Apr 7th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-27 18:00:40    
রাইস, সোলানা এবং ঘেইটের সঙ্গে ইয়াং চিয়েছি'র বৈঠক

cri
    চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি ২৬ নভেম্বর ওয়াশিংটনে পৃথক পৃথকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইস, ই ইউ'র কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি সোলানা এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আলি আবুল ঘেইটের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।

    রাইসের সঙ্গে বৈঠকে ইয়াং চিয়েছি বলেন, তাইওয়ানপন্থীদের জাতিসংঘে যোগ দেয়ার গণভোটের বিরোধিতা এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। রাইস পুনরায় জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একচীন নীতিতে অবিচল থাকবে এবং তাইওয়ান প্রণালীর বর্তমান পরিস্থিতি পরিবর্তনের বিরোধিতা করে যাবে।

    সোলানার সঙ্গে সাক্ষাত্কালে ইয়াং চিয়েছি বলেন, চীন আশা করে, ই ইউ চীনের সঙ্গে সম্মিলিতভাবে তাইওয়ান প্রণালী এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার ব্যাপারে যথাসাথ্য প্রচেষ্টা চালাবে। ইরানের পরমাণু সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, চীন ই ইউ'র প্রচেষ্টার প্রশংসা করে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখতে এবং এই সমস্যার সমাধানের জন্যে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।

    ঘেইটের সঙ্গে সাক্ষাত্কালে ইয়াং চিয়েছি বলেন, সময় মতো মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তিপূর্ণ সম্মেলন আয়োজন হচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। চীন মিসরের সঙ্গে সমন্বয় জোরদার করে মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। ঘেইট বলেন, মধ্যপ্রাচ্য সমস্যায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিসর চীনের সঙ্গে যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক।

    এদিন ইয়াং চিয়েছি মার্কিন অর্থমন্ত্রী হেনরি এম.পলসনের সঙ্গেও বৈঠক করেছেন। তাঁরা চীন-মার্কিন সম্পর্ক নিয়ে মত বিনিময় করেছেন। (লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China