২৬ নভেম্বর ভারত এবং সিংগাপুরের বিমান বাহিনী ভারতের পশ্চিম বঙ্গের কালাইকুন্দা বিমান ঘাঁটিতে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ।
'সিনদেক্স--২০০৭' নামের এই মহড়া ১৯দিন চলবে । মহড়ার প্রধান উদ্দেশ্য হলো দু'দেশের জঙ্গী বিমান চালকদের আক্রমণের সামর্থ্য উন্নত করা । মহড়ায় ভারতের মিগ-২৭ এবং সিংগাপুরের এফ-৫ জঙ্গী বিমান অংশ নিচ্ছে।
চলতি বছরের অক্টোবর মাসে ভারত এবং সিংগাপুরের মধ্যে একটি ৫ বছরব্যাপী প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । চুক্তি অনুযায়ী সিংগাপুর প্রশিক্ষণে ব্যবহৃত সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি দীর্ঘকাল ভারতে রাখতে পারবে এবং ভারতের ভূভাগ ও আকাশে নিয়মিত সামরিক মহড়া করতে পারবে । এছাড়া, দু'দেশের বিমান বাহিনী ভারতে নিয়মিত যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেবে ।
(ছাও ইয়ান হুয়া)
|