চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান চিয়া ছিং লিন ২৬ নভেম্বর পেইচিংয়ে বলেছেন , গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের উচিত জনসাধারণের মতামত সংগ্রহ ও সরকারকে জানানোর কাজ সুসম্পন্ন করা এবং চীনের ক্ষমতাসীন কমিউনিষ্ট পার্ট ও সরকারের নীতি নির্ধারণে তথ্য যুগিয়ে পরামর্শ দেয়া ।
তিনি আরো বলেন , জনসাধারণের মতামত সংগ্রহ ও সংশ্লিষ্ট বিভাগকে জানানো চীনে গণতন্ত্রায়ন তরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ কাজ । চীনের ক্ষমতাসীন কমিউনিষ্ট পার্টি ও সরকারের জনমত সংগ্রহ ও বিশ্লেষণের কাজেরও একটি গুরুত্বপূর্ণ অংশ এবং একই সঙ্গেরাজনৈতিক পরামর্শ সম্মেলনের গণতান্ত্রিক তত্ত্বাবধান ও রাজনীতিতে অংশ নেয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি ।
তিনি আরো বলেন , রাজনৈতিক পরামর্শ সম্মেলনকে বিভিন্ন মহলের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং এ সব মতামত প্রত্যক্ষভাবে কমিউনিস্ট পার্টি ও সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে ।
|