v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-26 19:43:17    
সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

cri

    শ্রোতাবন্ধুরা, বিস্ময়-এর কথা উল্লেখ করলে, আপনি কি ভাববেন? মিসরের বিখ্যাত পিরামিড, ব্যবিলনের ঝুলন্ত উদ্যান নাকি চীনের মহা প্রাচীর? তাহলে এই 'বিস্ময়'-এর সঙ্গে সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কী সম্পর্ক রয়েছে?

    সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সক্রিয়ভাবে চীনা ভাষা শিক্ষাদানের ব্যবহারিক দিকের ওপর গবেষণা চালিয়ে 'বিস্ময়' চীনা ভাষা শিক্ষার বিশেষ পরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনা ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার পরিবর্তে শিক্ষার্থীদের কল্যাণমুখী এবং কথাবার্তার ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়। সবচেয়ে কার্যকর ও সরাসরি উপায়ে চীনা ভাষায় যোগাযোগের ভুমিকাকে বাস্তবায়ন করছে। ছাত্রছাত্রীরা pinyin জানার পর, বেশ কিছু শব্দ বা কথা শেখে, তবে এ ক্ষেত্রে চীনা চরিত্রকে এতটা জানার প্রয়োজন নেই। মুখে শুদ্ধ উচ্চারণে কথা কথা বলতে পারে। তারপর ছাত্রদের সখ অনুযায়ি, 'বিস্ময়' চীনা ভাষার বিশেষ উপায়ের মধ্য দিয়ে, ছাত্ররা সহজ ও দ্রুতভাবে তাদের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি লাভ করতে পারে। ফলে চীনা ভাষা শেখার প্রতি তাদের আশঙ্কা দূর করে, 'শোনা, বলা, পড়া ও লেখা' চার দিকেই সার্বিকভাবে চীনা ভাষার মান উন্নয়ন করে সুষ্ঠুভাবে এইচ এস কে পরীক্ষা পাশ করতে পারে।

    আসার সময় আমি একটি কথাও বলতে পারি নি। ভয় পেয়েছি। তবে কিছু দিন পর, আমার মনে হয়, আমার নিজেরই ভালোভাবে লেখাপড়া করা উচিত। শিক্ষকরা আমাদের অনেক যত্ন নেন এবং আমরা অনেক শিখতে পেরেছি।

    তার কথা শুনলে, আপনার কি মনে হয়? তিনি একজন বিদেশী ছাত্রী? অনেক দিন ধরে চীনা ভাষা শিখছেন? আসলে, তার নাম হচ্ছে ট্রয়ং হুই থানহ, তিনি হচ্ছে ভিয়েতনামের একজন দেশীয় বৃত্তিপ্রাপ্ত ছাত্রী। তিনি চীনা ভাষার 'বিস্ময়' লাভ করেছেন। গত বছরের সেপ্টেম্বর, তিনি ভিয়েতনামের আরেকজন ছাত্রী নুয়েন থি টুয়েট হোং'র সাথে সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছেন। মাত্র ৬ মাসের প্রশিক্ষণ ও খুব খেটে পড়াশুনার মাধ্যমে, তারা সুষ্ঠুভাবে এইচ এস কে পরীক্ষায় পাস করেছেন।

    বিদেশী ছাত্রছাত্রীরা খুব কম সময়েই এইচ এস কে পরীক্ষার চীনা ভাষার মানে পৌঁছাতে পারছে কিনা তা হচ্ছে চীনে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের চীনা ভাষা শিক্ষাদান ও গবেষণার প্রধান বিষয়। সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রী অফিসের পরিচালক কুও চিয়ান চৌ আমাদের জানিয়েছেন, সাধারণত এইচ এস কে পরীক্ষার ষষ্ঠ গ্রেডে পৌঁছাতে কমপক্ষে ১ বা দেড় বছর সময় লাগবে। তিনি বলেছেন,

    সাধারণত আমাদের গবেষণার বিষয় হচ্ছে ৬ মাস অথবা ১ বছরের পড়াশোনার মাধ্যমে ৪র্থ গ্রেডে উন্নীত করা যাতে যোগাযোগ সমস্যার সমাধান দ্রুত করা যায়। তবে ক্লাসে লেখাপড়ার জন্য তা যথেষ্ট নয়। কারণ সেগুলো সাধারণ ক্লাস নয় এবং তাদের মেজর চীনা ভাষা নয়। আমারা জোরালো প্রশিক্ষণের মধ্য দিয়ে, শিক্ষাদানের গুণগত মান কড়াকড়িভাবে পালন করি। এর পাশপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেই। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা শিক্ষাদন কাজের উন্নয়ন এখন অনেক উন্নত। গবেষণার মাধ্যমে চীনা ভাষা শিক্ষাদানের একটি সহজ উপায় খুঁজে বের করেছি। তা হচ্ছে আমাদের দেশ এবং চীনা ভাষা শিক্ষাদান অফিসের দৃষ্টি-আকর্ষণের বিষয়।

    ট্রয়ং হুই থানহ বলেছেন, চীন আসার আগে তিনি চীনা ভাষা শিখেন নি। তবে সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ খুব ভালো, তাই এতো কম সময়েই তিনি সাফল্যের সঙ্গে বিস্ময় অর্জন করেছেন। তিনি বলেছেন,

    গত প্রথম ছ'মাস সকালে ক্লাস ছিল, বিকালে ছুটি। আমরা নিজেরা এখানে লেখাপড়া করেছি। শিক্ষকগণ এখানে এসে আমাদের সমস্যা সমাধানে যথেষ্ট সাহায্য করেছিলেন। চর্চার মাধ্যমে আমরাও খুব খুশি। আমরা কোথাও যাই নি, শুধু এখানে চীনা ভাষা বলার অনুশীলন করেছি। সুতরাং আমাদের দ্রুত অগ্রগতি হয়েছে।

    সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের চীনা ভাষা শিক্ষাদান কেন্দ্র হিসেবে 'বিস্ময়' চীনা ভাষার কাজ হচ্ছে সকল অধ্যয়নরত ছাত্রছাত্রীদের চীনা ভাষা শিক্ষাদানের কাজ সুষ্ঠুভাবে পালন করা। প্রতিষ্ঠার পর ৫ বছর ধরে, 'বিস্ময়'-এর মাধ্যমে ১ হাজারেরও বেশী সাংহাই-এ চাকরি করা বা লেখাপড়া করা বিদেশীদের চীনা ভাষার প্রশিক্ষণ দিয়েছে।


1 2 3