২৬ নভেম্বর চীন ও ফ্রান্স পেইচিং-এ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত যৌথ বিবৃতি প্রকাশ করেছে। দু'পক্ষ একমত হয়েছে যে, তারা এক সঙ্গে জলবায়ুর পরিবর্তনের এই চ্যালেন্জকে মোকাবেলা করবে।
বিবৃতিতে বলা হয়েছে, দু'পক্ষ 'জাতিসংঘের জলবায়ুর পরিবর্তন কাঠামো কনভেনশন' ও 'কিওটো প্রটোকল' ভিত্তিক জাতিসংঘের কাঠামোর মধ্য দিয়ে জলবায়ুর পরিবর্তনকে মোকাবেলার চেষ্টা করবে। এ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতাকে জোরদার করার জন্য, চীন-ফ্রান্স কৌশলগত সার্বিক সম্পর্কের কাঠামোয় জলবায়ুর পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতি অনুযায়ী, দু'দেশ একটি দ্বিপক্ষিক জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং প্রতি বছর একবার সংলাপের আয়োজন করবে। তাছাড়া দু'দেশ যৌথ-মালিকানার শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে উত্সাহ দেয়ার পাশাপাশি দু'দেশের শিল্পপ্রতিষ্ঠান ও আর্থিক সংস্থাগুলোর আরো বেশি জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সহযোগিতামূলক প্রকল্পে অংশ নিতে উত্সাহিত করবে। (খোং চিয়া চিয়া)
|