২৬ নভেম্বর পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং সফররত ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এক বৈঠকে মিলিত হয়েছেন । তারা দু'দেশের কৌশলগত সম্পর্ককে আরো উচ্চ পর্যায়ে উন্নীত করতে রাজী হয়েছেন ।
ক্ষমতাসীন হওয়ার পর থেকে সার্কোজির এক চীন নীতিতে অবিচল থাকা , স্বাধীন তাইওয়ান অপপ্রয়াসের বিরোধিতা করা এবং চীনের শান্তিপূর্ণ একীকরণকে সমর্থন করার জন্য হু চিন থাও তার গভীর প্রশংসা করেছেন । হু চিন থাও বলেন , বর্তমানে দু'দেশের সম্পর্ক নতুন উন্নয়নের পর্যায়ে উন্নীত হয়েছে । চীন ফ্রান্সের সঙ্গে দু'দেশের রাজনৈতিক সম্পর্ককে আরো গভীর করার পাশাপাশি কৌশলগত পারস্পরিক আস্থা বাড়ানো ও আন্তর্জাতিক বহুপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করে সম্মিলিতভাবে চ্যালেঞ্জের মোকাবেলাসহ দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা আরো সম্প্রসারিত করবে । এ ছাড়াও সম্মিলিতভাবে উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে এবং ঐতিহ্যবাহী বন্ধুত্ব ত্বরান্বিত করতে ইচ্ছুক । (থান ইয়াও খাং)
|