চীনের প্রথম চাঁদ অনুসন্ধান উপগ্রহ ছাং ও -১ থেকে পাঠানো চাঁদ সম্পর্কিত আলোকচিত্র ২৬ নভেম্বর প্রকাশিত হয়েছে । রাশিয়া , যুক্তরাষ্ট্র ও জাপানের মহাকাশ বিশেষজ্ঞরা একে অভিনন্দন জানিয়েছেন ।
রাশিয়ার চাঁদ অনুসন্ধান প্রকল্পের সাধারণ ডিজাইনার জর্জি পলিশছুক বলেছেন , চীন নভোচারীদের মহাকাশে পাঠানো থেকে বোঝা যায় যে , চীন একটি মহাকাশ অভিযানকারী বৃহত্ রাষ্ট্রে পরিণত হয়েছে ।
মার্কিন মহাকাশ ব্যুরোর কর্মকর্তা মাইকেল ব্রাউকুস বলেন , চীনের চাঁদ অনুসন্ধান প্রকল্পের সফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণএকটি সাফল্য । বিশ্বের বিজ্ঞানীরা চাঁদ থেকে পাঠানো ছাং ও -১ উপগ্রহের সাফল্যে তাদের কৌতূহল ব্যক্ত করেছেন ।
জাপানের মহাকাশ বিষয়ক বিশেষজ্ঞ নাকাতোমি নোবু মনে করেন যে , ছাং ও -১ উপগ্রহ উত্ক্ষেপণ থেকে প্রমাণিত হয়েছে যে , চীনের মহাকাশ প্রযুক্তি বিপুলমাত্রায় উন্নত হয়েছে । (থান ইয়াও খাং)
|