চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৬ নভেম্বর বলেছেন, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের সংলাপের পর ২৭ থেকে ২৯ নভেম্বর বিভিন্ন পক্ষের কর্মকর্তারা উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং-এ পরমাণু স্থাপনার নিশ্ক্রিয়করণ কাজের অবস্থা দেখতে যাবেন।
৩ অক্টোবর পেইচিং-এ শেষ হওয়া ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায় সম্মেলনে 'যৌথ বিবৃতির দ্বিতীয় পর্যায়ের তত্পরতা কার্যকর' করার লক্ষ্যে, উত্তর কোরিয়া ৩১ ডিসেম্বরের আগেই ইয়ংবিয়ং পরমাণু স্থাপনার নিশ্ক্রিয়করণ কাজ শেষ করবে। (খোং চিয়া চিয়া)
|