ঘূর্ণিঝড় সিডর-এর আঘাতে বাংলাদেশের ২.৩১ বিলিয়ন মার্কিন ডলার -এ সম্পরিমান সম্পদের ক্ষতি হয়েছে । ২৫ নভেম্বর বাংলাদেশ সামরিক বাহিনীর জি এসে ও মাসুদ উদ্দিন চৌধুরী ঢাকায় এ কথা জানান।
তিনি বলেন, ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে দুর্গত এলাকার , স্কুল, কৃষি জমি এবং গবাদীপশুসহ বিভিন্ন ক্ষেত্রের অবকাঠামো ।
সরকারী এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় সিডরে মোট ৩ হাজার ১৯৯ জন নিহত ,১ হাজার ৭ শো'র বেশি নিখোঁজ এবং ৩০ হাজারেরও বেশি আহত হয়েছে।
ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের ৫৫০ কোটি মার্কিন ডলার সাহায্য পেয়েছে। এর মধ্যে বিশ্ব ব্যাংক এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের ২৫০ ও ১০০ কোটি মার্কিন ডলার রয়েছে ।--ওয়াং হাইমান
|