v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-26 18:37:07    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১১/২৬

cri

    চীনের সপ্তম আন্তর্জাতিক লোক শিল্প উত্সব সম্প্রতি শেষ হয়েছে। চীনের সাহিত্য ও শিল্পকলা ফেডারেশনের উদ্যোগে এ উত্সব আয়োজিত হয়। বিশ্বের ২৩টি দেশ ও অঞ্চলের প্রায় এক হাজার লোকশিল্পী এ লোক শিল্প উত্সবে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের শিল্পীরা মনে করেন, লোকশিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে আধুনিক যুগের গতিধারা সমন্বয় করতে হবে এবং এতে আধুনিক যুগের উপাদানগুলো মেশাতে হবে। যাতে আরো বেশি তরুণ-তরুণী লোকশিল্প পছন্দ করে। ২৭ নভেম্বর সংস্কৃতির সম্ভার আসরে ফেং সিউ ছিয়েন এই লোক শিল্প উত্সব সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    ৫৯ বছর বয়স্ক ছাও নাই ছিয়েন হচ্ছেন চীনের শান সি প্রদেশের দাইথোং শহরের একজন পুলিশ। সাধারণ পুলিশ হয়েও তিনি একজন নামকরা লেখক। তাঁর ৩০টিরও বেশি ছোট গল্প অনুবাদের পর জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইডেনসহ নানা দেশে বিক্রি হচ্ছে। নোবেল সাহিত্য পুরস্কার কমিটির সদস্য গোরান মালমকভিস্ট মনে করেন, ছাও নাই ছিয়েন হচ্ছেন চীনা লেখকদের মধ্যে যে ক'জন নোবেল সাহিত্য পুরস্কার পেতে পারেন তাদের মধ্যে একজন। ২৭ নভেম্বর ইয়াং ওয়েই মিং লেখক ছাও নাই ছিয়েনকে পরিচয় করিয়ে দেবেন।

    বিশ বাইশ বছর আগে যখন চীনারা খাওয়া-পরার সমস্যা নিয়ে সবচেয়ে বেশি চিন্তাভাবনা করতেন, তখন তাদের অবসরকালীন জীবন ছিল অত্যন্ত একঘেয়ে। সে সময় অবসরে তাদের কেউ কেউ বাড়িতে বসে বই পড়তেন, রেডিও শুনতেন অথবা বন্ধু-বান্ধবদের বাড়িতে গিয়ে তাস আর দাবা খেলতেন। চীনের সংস্কার ও উন্মুক্তকরণের সম্প্রসারণ, অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে চীনাদের সামাজিক জীবনে গভীর পরিবর্তন ঘটেছে। এখন চীনাদের অবসরকালীন জীবন যেমন অধিক থেকে অধিকতর বৈচিত্র্যময় হয়ে উঠেছে, তেমনি ব্যক্তিগত জীবনে এর গুরুত্ব অনেক বেড়ে গেছে। ২৮ নভেম্বর সমাজ দর্পন আসরে শি চিং উ চীনাদের অবসরকালীন বৈচিত্র্যময় জীবন সম্পর্কে কিছু তথ্য দেবেন।

    তিব্বত একটি বিস্ময়কর জায়গা। এ অঞ্চলের ছিংহাই-তিব্বত মালভূমিকে বিশ্বের শীর্ষ মালভূমি বলা হয়। তিব্বত সমুদ্র-সমতল থেকে ৪ হাজার মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত। বর্তমানে সাধারণ মানুষ মোটর গাড়ি, রেল গাড়ি ও বিমানে এই বিস্ময়কর অঞ্চলে যেতে পারে। তিব্বতের নীল আকাশ ও স্বচ্ছ পানি সুরক্ষা করার জন্য সেখানকার স্থানীয় সরকার শিল্প উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এর ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে। দূষণ ছড়াতে পারে এমন কোনো শিল্প প্রতিষ্ঠানকে সেখানে অনুমোদন দেয়া হবে না। ফলে এই মনোরম মালভূমিতে ভবিষ্যতে দূষণের আশংকা একেবারেই নেই। ২৮ নভেম্বর ওরা অনন্য আসরে তিব্বতের স্বচ্ছ পানি ও নীল আকাশ সুরক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন আপনাদের শোনানো হবে।

    ব্রিটেনের সায়মন জে. ম্যাককিনন সাংহাই শহরে প্রায় ২০ বছর ধরে আছেন। তিনি সাংহাই'র একজন চীনা মহিলাকে বিয়ে করেছেন। তিনি এখন সাংহাই'র জামাই। তাঁর চীনা নাম মা সিমেন। তিনি সাংহাই'র জন্য অনেক অবদান রেখেছেন। সেজন্য সাংহাই পৌর সরকার তাঁকে সম্মানসূচক "সাংহাই শহরের নাগরিকত্ব" দিয়েছে। ২৯ নভেম্বর অর্থনীতির অগ্রযাত্রা আসরে ব্রিটিশ সায়মন জে. ম্যাককিননের শাংহাই জীবন সম্পর্কে আপনাদের শোনানো হবে।

    মরু, পপলার গাছ ও উট হচ্ছে অন্তঃর্মঙ্গোলিয়ার আরাসান অঞ্চলের অনন্য বৈশিষ্ট্য। এ অঞ্চলের লোকেরা ভীষণ উট অনুরাগী। উট তাদের জীবনের একটি প্রয়োজনীয় অংশে পরিণত হয়েছে। তারা উটের লোম দিয়ে তৈরী কাপড় পরেন, উট দৌড় এবং উটের দুধ খেতে পছন্দ করেন। তাদের জীবনধারাকে উট থেকে আলাদা করা যায় না। ৩০ নভেম্বর সেই গ্রাম এই জীবন আসরে থান ইয়াও খাং আপনাদের "উট ও মঙ্গোলীয়" শিরোনামে এক প্রতিবেদন পড়ে শোনাবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।