তিন দিনব্যাপী বৃটিশ কমনওয়েলথের ৩৬তম শীর্ষ সম্মেলন ২৫ নভেম্বর উগান্ডার রাজধানী কামপালায় শেষ হয়েছে। সম্মেলন শেষে একটি ইশতেহার প্রকাশিত হয়েছে।
ইশতেহারে বলা হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা দফা আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এটা বিশ্বের অর্থনীতির অগ্রগতি ও জাতিসংঘের সহস্রাব্দি উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের আলোচনাকালে সদিচ্ছা ও নমনীয়তা প্রদর্শন করা উচিত।
এবারের সম্মেলনে বৃটেনে ভারতের হাই কমিশনার কমলেশ শর্মা বৃটিশ কমনওয়েলথের পরবর্তী মহাসচিব নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালের ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।
এর আগে ২৪ নভেম্বর এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন সম্পর্কে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৃটিশ কমনওয়েলথের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা জোরদার করা হবে এবং জলবায়ু পরিবর্তন সমস্যায় একই অবস্থান অবলম্বনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|