পাকিস্তানের সেনাবাহিনী ২৫ নভেম্বর এক বিবৃতিতে বলেছে, ২৪ নভেম্বর উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর একজন সৈন্য নিহত ও দু'জন আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সুয়াত উপত্যকায় অভিযান চালিয়ে কিছু কৌশলগত পার্বত্যাঞ্চল দখল করেছে এবং প্রধান প্রবেশপথ নিয়ন্ত্রণে এনেছে। নিরাপত্তা বাহিনী অব্যাহতভাবে সশস্ত্র ব্যক্তিদের আস্তানাগুলোতে আঘাত হানতে থাকবে। ২৬ নভেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনী সুয়াত উপত্যকায় সান্ধ্য আইন জারি থাকার কথা ছিল। (ইয়ু কুয়াং ইউয়ে)
|