|
 |
(GMT+08:00)
2007-11-25 20:46:38
|
রোমানো প্রোদি বিশ্ব সম্প্রদায়কে ইরানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন
cri
সংযুক্ত আরব আমিরাত সফররত ইতালির প্রধান মন্ত্রী রোমানো প্রোদি পার্লেমেন্টে দেয়া এক ভাষণেতা দেয়ার সময় বিশ্ব সম্প্রদায়কে অব্যাহতভাবে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচী নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়কে ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে হবে। ইরানের পরমাণূ কর্মসূচী নিষ্পত্তি করার জন্যে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শিল্প-প্রতিষ্ঠানের একটি যৌথ গোষ্ঠি প্রতিষ্ঠার যে প্রস্তাব উত্থাপন করেছে তিনি তাকে স্বাগত জানিয়েছেন।
|
|
|