চীনের কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পেইচিং-এ বলেছেন, অনুমান করা যাচ্ছে এ বছর চীনের খাদ্যশস্যের উত্পাদনের পরিমান ৫০০ বিলিয়ন কেজিরও বেশি হবে। ফলে খাদ্যশস্যের উত্পাদন ক্ষেত্রে একটানা ৪ বছরের অবস্থান বজায় থাকছে।
তিনি বলেছেন, এ বছর চীন বিভিন্ন কৃষি সমর্থিত নীতিকে স্থিতিশীল, পূর্ণাঙ্গ ও জোরদার করেছে। যাতে কার্যকরভাবে কৃষকদের উত্সাহকে বাড়িয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। খাদ্যশস্যের উত্পাদনে সুষ্ঠু উন্নয়ন হয়েছে।
জানা গেছে, খাদ্যশস্য ছাড়া, এ বছর চিনি, শাকসব্জী, ফল ও চাসহ বিভিন্ন অর্থকরী ফসলের মোট পরিমান গত বছরের চেয়ে কিছুটা বেশি হবে। (খোং চিয়া চিয়া)
|