২৫ নভেম্বর জাতিসংঘের নারী নির্যাতন দূরীকরণ দিবস । সম্প্রতি চীনের নারী ও শিশুদের স্বার্থ রক্ষা মন্ত্রী ম্যাদাম চিয়াং ইয়্যু ঔ বলেছেন , নারী নির্যাতন দূরীকরণ চীনের নারী ও শিশুদের স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ । বর্তমানে সরকারের পরিচালনায় চীনে নারী নির্যাতন দূরীকরণ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা মোটামুটি গড়ে উঠেছে ।
জানা গেছে , ২০০১ সালে চীনে নারী ও শিশুদের স্বার্থ রক্ষা সংক্রান্ত একটি রাষ্ট্রীয় সমন্বয় গ্রুপ গঠন করা হয় । বর্তমানে চীনের বেশির ভাগ প্রদেশ ও শহরে নারী ও শিশুদের স্বার্থ রক্ষা সংক্রান্ত ৩৫ হাজার সমন্বয় গ্রুপ অথবা সংশ্লিষ্ট সংস্থা গড়ে তোলা হয়েছে । ফলে চীনে নারী ও শিশুদের স্বার্থ রক্ষা সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । এটা নারী নির্যাতন দূরীকরণ আইন প্রণয়ন , এ বিষয়ে তদন্ত চালানো এবং এ সম্পর্কিত নানা ঘটনা উদ্ঘাটনের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । (থান ইয়াও খাং)
|