 এম.ভি.এক্সপ্লোরার নামক জাহাজ ডুবে যাওয়ায় দক্ষিণ মেরুর সমুদ্র গুরুতরভাবে দূষিত হয়েছে । সেজন্য আর্জেন্টিনার সরকার কড়াকড়িভাবে দক্ষিণ মেরু অঞ্চলপর্যটন সীমিত করবে এবং বিশ্ব সম্প্রদায়কে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে দক্ষিণ মেরুর দুর্বল পরিবেশ রক্ষা করার আহবান জানিয়েছেন । ২৪ নভেম্বর আর্জেন্টিনার পরিবেশ বিষয়ক কর্মকর্তা রোমিনা পিকোলোটি এ কথা বলেছেন ।
তিনি বলেন , দক্ষিণ মেরুর পরিবেশ খুব দুর্বল । পর্যটন শিল্পের অতিরিক্ত উন্নয়ন এবং এ থেকে উদ্ভূত সম্ভাব্য দুর্ঘটনার দরুণ এ মহাদেশে মারাত্মক দুর্যোগ ডেকে আনবে । তিনি বলেন , আর্জেন্টিনা কড়াকড়িভাবে দেশের অভ্যন্তরীণ পর্যটন বাজারকে সীমিত করবে ।

তিনি বিভিন্ন দেশের সরকারের প্রতি দক্ষিণ মেরুর পরিবেশ রক্ষার দিক থেকে যার যার দেশের দক্ষিণ মেরু পর্যটন লাইনকে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ করা এবং দক্ষিণ মেরু পর্যটন সংক্রান্ত একটি বিশ্বজুড়ে নিয়মবিধি প্রণয়নের আহবানও জানিয়েছেন । (থান ইয়াও খাং)
|