উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে তার বিরুদ্ধে বৈরী নীতি পরিত্যাগ করার তাগিদ দিয়েছে । যাতে দু'দেশের সম্পর্কের স্বাভাবিকীকরণ এবং কোরীয় উপদ্বীপের শান্তি নিশ্চিত করা যায় । ২৫ নভেম্ববর উত্তর কোরিয়ার রোদোং সিনমুন পত্রিকার একটি নিবন্ধে এ কথা বলা হয়েছে ।
নিবন্ধে বলা হয়েছে , দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে এখন বেশ কিছু পরিবর্তন হচ্ছে । উভয় পক্ষ শান্তিপূর্ণ উপায়ে পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ে তোলার বিষয়ে আলোচনা করছে । কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে পৌঁছানো বিভিন্ন মতৈক্য বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে । এ পরিস্থিতিতে দু'দেশের বৈরী সম্পর্কের অবসান ঘটানো এবং আস্থা স্থাপন করা যেমন উপদ্বীপের শান্তির জন্য হিতকর , তেমনি যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উন্নত করার জন্যও অনুকূল ।
এতে আরো বলা হয়েছে , যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনামূলক তত্পরতা বন্ধের পাশাপাশি এবং উপদ্বীপের বিরুদ্ধে এশিয়া ও মহা -প্রশান্তসাগরীয় অঞ্চলে মোতায়েন সামরিক শক্তি সরিয়ে নিতে হবে । (থান ইয়াও খাং)
|