অসম্পূর্ণএক পরিসংখ্যাণ অনুযায়ী, ২০০০ সালের পর চীনের পূর্বাঞ্চলের প্রায় ২ লাখ শিল্প-প্রতিষ্ঠানপশ্চিমাঞ্চলে তাদের পুঁজিবিনিয়োগে উদ্যাগী হয়েছে। পুঁজিবিনিয়োগের মোটমূল্য ১৫ কোটিরও বেশী ইউয়ন রেন মিন পি । সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের পশ্চিমাঞ্চল উন্নয়ন সংক্রান্ত গ্রুপের কার্যালয়ের এক সূত্র এ খবর জানিয়েছে। জানা গেছে, পুঁজিবিনিয়োগ ছাড়াও, পুর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের জন্যে এ লাখ ২০ হাজার পার্সেন টাইম কর্মকর্তা ও পেশাদার প্রকৌশলীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং অনুদান হিসেবে ৩০০কোটি ইউয়ন রেন মিন পি প্রদান করেছে।
চীন সরকারের একজন কর্মকর্তা বলেন, ভবিষ্যতে শিক্ষা, চিকিত্সা , সাংস্কৃতিক বিনিময়, দক্ষ শ্রম শক্তি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অর্থনীতিতেচীনের পূর্বাঞ্চল উন্নত আর পশ্চিমাঞ্চল অনুন্নত।
|