|
|
(GMT+08:00)
2007-11-25 18:08:18
|
|
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির চীন সফর শুরু
cri
চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আমান্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ২৫ সকালে সিআন শিয়েইয়াং বিমান বন্দর পৌঁছে তাঁর তিন দিনব্যাপী চীন সফর শুরু করেছেন। গত মে মাসে প্রেসিডেন্ট হওয়ার পর এটা হলোতাঁর প্রথমবার চীন সফর এবং প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম এশিয়ার কোন দেশ সফর । তিনি পর পর সিআন, পেইচিং ও সাংহাই সফর করবেন। তিনি প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে আনুষ্ঠিক বৈঠক করবেন। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও ও প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও সঙ্গে সারকোজ সাক্ষাত করবেন। দু'দেশের নেতাদের মধ্যে দ্বিপাক্ষীক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে। তা ছাড়াও, নিকোলাস সারকোজি ছিংহুওয়া বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতি দেবেন এবং অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও জিমনেশিয়মগুলো পরিদর্শন করবেন। চীনের উদ্দেশ্যে রওয়ার দেওয়ার আগে চীনের সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন ফ্রান্স সব সময়ই এক চীনের প্রতিশ্রুতি মেনে চলে। চীনের উন্নতি সম্পর্কে ফ্রান্স আশাবাদী। তিনি মনে করেন, চীনের উন্নয়ন চীন তথা বিশ্বের জন্য একটি সুযোগ বলে ধারণা করা হচ্ছে।
|
|
|