চীনের কৃষি উপমন্ত্রী কাও হোন পিন বলেছেন , চীনের কৃষি পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। ২৪ নভেম্বর হুনান প্রদেশের ছিনসা শহরে অনুষ্ঠিত জাতীয় কৃষি পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত একটি আলোচনা সভায় উপমন্ত্রী কাও হোন পিং এ কথা বলেছেন । তিনি আরো বলেন , চীনের কৃষি পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে । পরবর্তী পর্যায়ে কৃষি কাজে ব্যবহৃত পণ্য ও কৃষি পণ্যের পাইকারী বাজারের তত্ত্বাবধান চালানো হবে , কৃষি পণ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর প্রশিক্ষণ দেয়া হবে এবং কৃষি পণ্যের গুণগত মান তত্ত্বাবধানের স্থায়ী ব্যবস্থা নেয়া হবে ।
তিনি জোর দিয়ে বলেন , কৃষি পণ্যের গুণগত মান নিশ্চিত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়া হবে , তত্ত্বাবধান ব্যবস্থা আরো পরিপূর্ণ করা হবে এবং জরুরী ভিত্তিতে কৃষি পণ্যের গুণগতমান সংক্রান্ত ঘটনা মোকাবেলা ব্যবস্থা গড়ে তোলা হবে। এ ছাড়াও দেশব্যাপী আরো বেশি কৃষি পণ্যের গুনগত মান ও নিরাপত্তা তত্ত্বাবধান সংস্থা প্রতিষ্ঠা করা হবে এবং এ ক্ষেত্রের আইনী ব্যবস্থাকে আরো জোরদার করা হবে ।
এ বছরের সেপ্টেম্বর মাস থেকে কৃষি পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযান শুরু হয়েছে । এ অভিযান এ বছরের শেষ নাগাদ পর্যন্তচলবে।
|