|
|
 |
| (GMT+08:00)
2007-11-24 19:45:18
|
|
ভারতের উত্তর প্রদেশে উপর্যুপরিবোমা ৭৩ জন হতাহত
cri
|
২৪ নভেম্বর ভারতের তথ্য মাধ্যমগুলোতে জানা গেছে , ভারতের উত্তর প্রদেশে২৩ নভেম্বর বিকালে সংঘটিত উপর্যুপরিবোমা বিস্ফোরণে হতাহতের সংখ্যা ৭৩ জনে দাঁড়িয়েছে। একটি খবরে প্রকাশ. উত্তর প্রদেশের রাজধানী লেকলেউ ও অন্য দু'টো শহর ভালানাসি ও ফাজাবাদে আধা ঘন্টার মধ্যে টানা ছ' বার বিস্ফোরণ ঘটে। তিন মিনিটের মধ্যে তিনটি বোমা ভালানাসির ঘরোয়া আদালতের বাইরে বিস্ফোরিত হয়। এতে ৯জন নিহত এবং বাকী ৩৫জন আহত হয়। কয়েক মিনিটের পর আরোও দুটি বোমা ফাজাবাদ শহরের আদালতের উদ্যানে বিস্ফোরিত হয় । বিস্ফোরণে ৪জন নিহত আর ২৫জন আহত হয়। বিস্ফোরণ ঘটার পর , ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছেন। সারা ভারতে পুলিশের টহল জোরদারকরা হয়েছে।
|
|
|