চীনের উপ-প্রধানমন্ত্রি উ ই ২৩ নভেম্বর বলেন, চীন সবসসয়ই বিশ্বমুখীনতার মৌলিক নীতি অনুসরণের মাধ্যমে বিশ্বমূখীনতার ব্যাপকতা ও গভীরতাকে সম্প্রসারণ করে উন্মুক্ত অর্থনীতির মান উন্নত করবে।
পেচিং-এ চীনের মার্কিন বণিক সমিতি আয়োজিত বার্ষিক ভোজ সভায় দেয়া এক ভাষণে উ ই এ কথা বলেন।
তিনি বলেন, চীন বৈদেশিক পুঁজি বিনিয়োগে উত্সাহ প্রদান করে যাবে। যাতে পুরোপুরিভাবে সৃজনশীল, শিল্পের উন্নতির পাশাপাশি অঞ্চলের সামঞ্জস্যপূর্ণ উন্নয়নে বৈদেশিক পুঁজি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। আরো ন্যায় ও স্বচ্ছ এবং বাণিজ্যিক পরিবেশকে দ্রুত পূর্ণাংগ করা সম্ভব হয়। এ ছাড়াও আইনের প্রয়োগের মাধ্যমে বিশ্বাসযোগ্য ও ন্যায্য বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং মেধা-স্বত্ব সংরক্ষণ কাজ জোরদার করবে। পণ্যের গুণগত মানের ওপর ওপর গুরুত্ব দেয়াসহ এই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (খোং চিয়া চিয়া)
|