সম্প্রতি চীন সরকার জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির প্রণয়ন করা জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ কমানো সম্পর্কিত পরিসংখ্যান এবং তত্ত্বাবধান ও পরীক্ষা সংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন করেছে ।
এ তিনটি প্রস্তাব অনুমোদন সম্পর্কিত এক ব্যাখ্যায় বলা হয়েছে , ২০১০ সাল পর্যন্ত জি ডি পির অনুপাতে জ্বালানীর ক্ষয় ২০ শতাংশ এবং প্রধান প্রধান দুষিত পানি ও গ্যাসের নিঃসরণ ১০ শতাংশ কমানো হবে । এটা হল সরকারের পেশকৃত একটি বাধ্যতামূলক লক্ষ্য। এক বিজ্ঞানসম্মত এবং একীভূত জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ পরিসংখ্যান , তত্ত্বাবধান ও পরীক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের নেতৃবৃন্দের ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের দক্ষতা যাচাইয়ের অন্যতম বিষয় হবে । কড়াকড়িভাবে এ তিনটি প্রস্তাব অনুসারে কাজ করা বিভিন্ন স্তরের সরকারের ও শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্ব এবং দেশের জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ কমানোর প্রধান নিশ্চয়তা ।
বিবৃতিতে আরো বলা হয়েছে , জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ সম্পর্কিত পরিসংখ্যানের কাজ জোরদার করতে হবে এবং প্রধান প্রধান শিল্পপ্রতিষ্ঠানগুলোর জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ কড়াকড়িভাবে পরীক্ষা করতে হবে , যাতে গোটা সমাজে জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ কমানোর অনুকুল পরিবেশ সৃষ্টি হতে পারে ।
|