সুদানের দার্ফুর অঞ্চলে জাতি সংঘের প্রথম শান্তি রক্ষী বাহিনী হিসেবে ১৩৫জন অফিসার ও সৈন্যের সমন্বয়ে গঠিত চীনের প্রথম কিস্তির প্রকৌশল দল ২৩ নভেম্বর সন্ধ্যায় হোনান প্রদেশের সিজেন আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সুদানের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে।
গত এপ্রিল মাসে চীন সরকার জাতি সংঘের এ দার্ফুর অঞ্চলে দক্ষ প্রকৌশল কোরের সদস্যদেরপাঠানোর আমন্ত্রণ পায়। চীনের প্রথম কিস্তির প্রকৌশল কোরের মিশন হলো সুদানে মোতায়েন জাতি সংঘ শান্তি রক্ষী বাহিনীর জন্য ক্যাম্পাসের ভূমি উন্নয়ন এবং বাড়ীঘর ও রাস্তা নির্মাণ করা ।
|