চীনের কৃষি উপমন্ত্রী ওয়ে চাও আন বলেছেন , আবহাওয়ার পরিবর্তনের কারণে সৃষ্ট ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বাড়ছে । চীনের কৃষির টেকসই উন্নয়নও কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে । দক্ষিণ চীনের কুয়াং চৌ শহরে ২৩ নভেম্বরঅনুষ্ঠিত চীনের আবহাওয়া সমিতির বার্ষিক সম্মেলনে কৃষি উপমন্ত্রী ওয়ে চাও আন এ কথা বলেছেন । তিনি আরো বলেন , কৃষি মন্ত্রণালয়ের প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে , এ বছরের প্রথম ন' মাসে চীনের এক হাজার চার শ' একর কৃষি জমি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে । এ পরিমান গত বছরের চেয়ে বেশি । বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খরা জনিত কারণেই খাদ্যশস্য ফলনের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে । এ ছাড়া আবহাওয়ার পরিবর্তনের ফলে ধান ক্ষেতে ক্ষতিকর পোকার আক্রমণও দেখা দিয়েছে । ফলে ধানের অনেক ক্ষতি হয়েছে ।
ওয়ে চাও আন বলেন , কৃষি ক্ষেত্রে আবহাওয়া পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিকর প্রভার দূর করা জরুরী হয়ে পড়েছে । তা ছাড়া কৃষি ক্ষেত্রেরদুর্যোগ প্রতিরোধ সংক্রান্ত গবেষণার কাজ এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানের কাজও জোরদার করতে হবে ।
|