২৩ নভেম্বর মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আবর শান্তি উপস্থাপক কমিশনের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠকে আরব লীগ সিদ্ধান্ত নিয়েছে , আরব শান্তি উপস্থাপক কমিশনের সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রীরা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্য-প্রাচ্য সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। এ বিশেষ বৈঠকে বতর্মান পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে এবং মধ্য-প্রাচ্য শান্তি সম্মেলনে আরব দেশগুলোর অংশ গ্রহণের বিষয়টির সমন্বয় করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী , সউদ আল ফয়সাল বিশেষ বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আসন্ন মধ্য-প্রাচ্য সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন মধ্য-প্রাচ্যে শান্তির জন্য একটি " ঐতিহাসিক সুযোগ" । তিনি বলেন, এই সম্মেলনে ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনার একটি নতুন সূত্রপাতহবে বলে ধারণা করা হচ্ছে। তিনি আশা করেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি স্বাক্ষরিত হবে। একই দিন যুক্তরাষ্ট্র আরব লীগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডাকওয়ার্স বলেন, যুক্তরাষ্ট্র আশা করে, যে সব দেশ ও আন্তর্জাতিক সংস্থা আমন্ত্রিত হয়েছে তারা সবাই এবারের সম্মেলনে অংশ নেবে।
|