v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-23 21:01:29    
আসিয়ানের উন্নয়ন গতিঠারা

cri

    চলতি বছরের ৮ আগস্ট হচ্ছে আসিয়ানের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৪০ বছর ধরে, রাজনীতি, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে আসিয়ান অস্বাভাবিক সাফল্য অর্জন করেছে। ফলে বর্তমানে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশীয় সংস্থা এবং আন্তর্জাতিক মঞ্চে সংস্থাটি একটি গুরুত্বপূর্ণ ও আঞ্চলিক শক্তিতে পরিনত হয়েছে।

    আসিয়ান ছিল ১৯৬১ সালের ৩১ জুলাই মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড এই তিনটি দেশের উদ্যোগে গঠিত দক্ষিণ-পূর্ব এশীয় ইউনিয়ন। ১৯৬৭ সালের ৭ থেকে ৮ আগস্ট পর্যন্ত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ফিলিপাইন চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্মেলন আয়োজন করে, 'দক্ষিণ-পূর্ব এশীয় ইউনিয়ন প্রতিষ্ঠা সংক্রান্ত ঘোষণা' অথবা 'ব্যাংকক ঘোষণা' বিবৃতি প্রকাশ করেন। ফলে আসিয়ান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

    ২০ শতাব্দীর ৭০ দশক হচ্ছে আসিয়ানের উন্নয়ন ও সুসংহত হওয়ার সময়পর্ব। মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রাক্তন সোভিয়েট ইউনিয়নের প্রভাব বলয়ের বাইরে থেকে, আসিয়ান দেশগুলো স্বতন্ত্র চেতনা উন্নীত করেছে এবং সামষ্টিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের অনুরোধ করে এই অঞ্চলে পরাশক্তির নিয়ন্ত্রণের বিরুদ্ধে লড়ার অঙ্গিকার করে। ১৯৭৬ সালে আসিয়ানের প্রথম শীর্ষ সম্মেলনে 'দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক চুক্তিপত্র' আর 'আসিয়ানের সমন্বিত ঘোষণা' স্বাক্ষরিত হয়। যা আসিয়ানের একটি আঞ্চলিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব হবার প্রতীক। ৯০ দশকের প্রথম দিকে আসিয়ান দ্রুতভাবে উন্নত হয়েছে। আসিয়ান সার্বিকভাবে দেশী-বিদেশী সহযোগিতা চালানোর জন্য কৌশলগত সুযোগ পায়।

    আসিয়ান অঞ্চলের একীকরণ ত্বরান্বিত করা, সম্পূর্ণ শক্তি উন্নত করা এবং সংহতি করার চেষ্টা করে। আসিয়ানের মুক্ত বাণিজ্য অঞ্চল ২০০২ সালের ১ জানুয়ারী মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যাতে আঞ্চলিক বাণিজ্যের শুল্কমুক্ততা বাস্তবায়ন করা যায়।

    অভ্যন্তরীণ যোগাযোগ ও সংলাপ ব্যবস্থার ক্ষেত্রে আসিয়ান বেশী মনোযোগ দেয়। ধাপে ধাপে শীর্ষ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, স্থায়ী কমিটি, অর্থমন্ত্রী সম্মেলন, অন্য মন্ত্রী পর্যায় সম্মেলন, আসিয়ান সচিবালয়, বিশেষ কমিটি এবং লোক ও অর্ধেক-কর্তৃপক্ষসহ এক সাইটের কর্ম ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এ সব ব্যবস্থা আসিয়ানের অভ্যন্তরীণ সংহতি সংরক্ষণ করা, যথোচিত সদস্য দেশগুলোর মধ্যে জটিলতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্য শক্তিশালী সহযোগিতা যুগিয়েছে।