v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-23 20:24:18    
পূর্ব এশীয় নেতাদের ধারাবাহিক সম্মেলন ফলপ্রসূ

cri

    পূর্ব এশীয় নেতাদের ধারাবাহিক সম্মেলন ২২ নভেম্বর সিঙ্গাপুরে শেষ হয়েছে । সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং স্বাগতিক দেশের শীর্ষনেতা হিসেবে এক সংবাদ সম্মালেনেরআয়োজন করেন । তিনি পূর্ব এশীয় নেতাদের ধারাবাহিক সম্মেলনকে ফলপ্রসূহিসেবে অভিহিত করেন ।

    ২২ নভেম্বরেরসংবাদ সম্মেলনে লি সিয়েন লুং বলেন , পূর্ব এশীয় নেতাদের ধারাবাহিক সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং বেশ কয়েকটি ঘোষণা ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে । তিনি বলেন ,আমাদের লক্ষ্য হল আসিয়ানের একীকরণ জোরদার করা । এটা এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ । আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি । " আসিয়ান সনদ" স্বাক্ষর এবং " আসিয়ানের অর্থনৈতিক গোষ্ঠীর নীল নকশা" গ্রহণের মাধ্যমে আমরা এবারের শীর্ষ সম্মেলনে অংশীদার দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করেছি।

    দু বছরেরও বেশি সময় ধরে আলোচনার পর " আসিয়ান সনদ" ১৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত হয়েছে । আসিয়ান শীর্ষ সম্মেলনের তথ্য বিভাগের মুখপাত্র ছেন কোছিয়াং " আসিয়ান সনদের" তাত্পর্য সম্পর্কে বলেছেন , ১০টি সদস্য দেশ " সনদে" সই করেছে । এটা আসিয়ানের এক গুরুত্বপূর্ণসন্ধিক্ষণ। সনদটি আসিয়ানকে সুসঙ্গতিপূর্ণ, আরও কার্যকর এবং সুশৃঙখল একটি সংস্থায়পরিণত করবে । এটা আসিয়ানের ৪০ বছরের উন্নয়নের মাইলফলক । এর অর্থ হল আসিয়ান দেশগুলোর সহযোগিতা রাজনৈতিক ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে । বহুক্ষেত্রে এ ধরণের সহযোগিতার ভিত্তি হল রাজনৈতিক . অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তার স্তম্ভ ।

    এবারের শীর্ষ সম্মেলনে আসিয়ানের ১০টি দেশের নেতারা " আসিয়ানের অর্থনৈতিক গোষ্ঠির নীল নকশা" স্বাক্ষর করেছেন । দলিল অনুযায়ী ২০১৫ সাল নাগাদ আসিয়ান অঞ্চলে একটি যৌথ বাজার ও উত্পাদন কেন্দ্রগড়ে তোলা হবে । এখানে পণ্য, সেবা, অর্থবিনিয়োগ ও কারিগরী শ্রমিকদের অবাধ বিনিময় চলবে।

    তাছাড়া তৃতীয় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও আসিয়ানের ১০টি দেশ , জাপান , দক্ষিণ কোরিয়া, অষ্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ডের নেতাদের সঙ্গে " জলবায়ু পরিবর্তন, জ্বালানী শক্তি এবং পরিবেশ সংক্রান্ত সিঙ্গাপুর ঘোষণা" স্বাক্ষর করেছেন । ঘোষণাটি জলবায়ু পরিবর্তন , জ্বালানী শক্তি এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিভিন্ন দেশের সহযোগিতা জোরদার করার দৃঢ়সংকল্প ব্যক্ত করেছে ।

    লি সিয়েন লুং বলেন , জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্যবিভিন্ন দেশের শীর্ষ নেতারা সম্মেলনে নিজনিজ দেশের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন । তিনি বলেন , আমরা জ্বালানী শক্তি , পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো জ্বালানী শক্তি , পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সমস্যা সমাধানের জন্য নানা চেষ্টা চালাবে ।

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও তৃতীয় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে " হাতেহাত ধরে সহযোগিতা ও যৌথভাবে টেকসই উন্নয়নের ভবিষ্যত সৃষ্টি " শিরোনামে ভাষণ দিয়েছেন । তিনি উল্লেখ করেছেন , চীন সরকার বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্বের ভিত্তিতে দেশ পরিচালনা করবে । নিজ দেশের জনগণের , গোটা মানবজাতির এবং ভবিষ্যতে প্রজন্মেরজন্য দায়িত্ব পালনে গ্রীন হাউস দুষিত গ্যাস নিঃসরণের ব্যাপারে ধারাবাহিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ অগ্রগতিও হয়েছে । তিনি পুনরায় ঘোষণা করেন , চীন চুক্তি ও প্রটোকল অনুযায়ী " যৌথ কিন্তু ভিন্ন দায়িত্ব পালনের" নীতিতে করনীয় আন্তর্জাতিক দায়িত্ব ও কর্তব্য পালন করবে । --চুং শাওলি