চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কার্যক্রম বিষয়ক কার্যালয়ের মহাপরিচালক ফান সিয়াও চিয়ান ২২ নভেম্বর বলেছেন, আরো বেশি সামাজিক সম্পদকে দারিদ্র্য বিমোচনের কাজে লাগানোর সঙ্গে সঙ্গে চীনে ধাপে ধাপে দারিদ্র্য বিমোচনের একটি ব্যাপক কাঠামো গড়ে উঠছে।
তিনি পেইচিংয়ে অনুষ্ঠিত "দারিদ্র্য বিমোচন উন্নয়ন পরিস্থিতি এবং নীতি শীর্ষক সেমিনারে" বলেন, দরিদ্র অঞ্চলের অবস্থার ওপর চীনের বিভিন্ন বিভাগ ও সামাজিক মহল আগের চেয়ে বেশি মনোযোগ দিচ্ছে। আগে প্রধানত অর্থনীতি বাড়ানো এবং বিশেষ দারিদ্র্য বিমোচন পরিকল্পার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের কাজ চালানো হতো। এখনকার দারিদ্র্য বিমোচনের ব্যাপক কাঠামো চীনের দারিদ্র্য বিমোচন কাজের ওপর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলেছে।
এক যৌথ তদন্ত থেকে জানা গেছে, চীনে বিশেষ ধরণের দারিদ্র্যের সমস্যা এখনো প্রকট রয়েছে। যেসব এলাকায় প্রথাগত উপায় দিয়ে দারিদ্র্য বিমোচন করা সম্ভব নয়। যেমন মরুভূমি, পতিত জমি , শীতল পাহাড়ী এলাকা, স্থানীয় রোগে আক্রান্ত এলাকা এবং সংখ্যালঘু জাতি -অধ্যুষিত এলাকা।
ফান সিয়াও চিয়ান বলেন, এ সমস্যা সমাধানের জন্য চীনের বিভিন্ন স্থানে বেশ কিছু চেষ্টা চালানো হয়। এর মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচন ত্বারন্বিত করার জন্য শ্রম শক্তি স্থানান্তর করা।--ওয়াং হাইমান
|