|
|
 |
| (GMT+08:00)
2007-11-23 19:34:10
|
|
আগামী বছর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও জাপান সফর করবেন
cri
|
আগামী বছর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও আনুষ্ঠানিকভাবে জাপান সফর করবেন। এটি দশ বছরের মধ্যে চীনের কোনো শীর্ষ নেতার প্রথম জাপান সফর। ২৩ নভেম্বর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রী ওয়াং চিয়া রুই চীন ও জাপানের রাজনৈতিক পার্টির আদান প্রদান ব্যবস্থা সংক্রান্ত তৃতীয় অধিবেশনে এ কথা জানান।--ওয়াং হাইমান
|
|
|