২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আন্তর্জাতিকমধ্য প্রাচ্য শান্তি সম্মেলনে নিজ নিজ অবস্থান সমন্বয় করার জন্য ২২ নভেম্বর কায়রোতে আরব লীগের উদ্যোগে আরব শান্তি প্রস্তাব কমিটির সদস্যদেশগুলোর একটি এক সম্মেলন হয়েছে ।
ফিলিস্তিনী আলোচক দলের প্রধান প্রতিনিধি সায়েব এরকাত সম্মেলন শেষে বলেন, মধ্য প্রাচ্য শান্তি প্রক্রিয়া বহু বছর ধরে আসন্ন শান্তি সম্মেলন বন্ধ থাকার পর একটি গুরুত্বপূর্ণ সম্মেলন এবং এটা বিভিন্ন পক্ষের চূড়ান্ত অবস্থান ও প্রধান প্রধান সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি শুভ সূচনা । তিনি জোর দিয়ে বলেন , বিশ্বের সামনে আরব দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা অত্যন্ত জরুরি ।
আরব লীগ মহাসচিব আমর মুসা বলেন , আরব শান্তি প্রস্তাব কমিটি ২৩ নভেম্বর বর্তমানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করবে এবং আরব দেশগুলোর মতামত সমন্বয় করবে । সবকটি সংশ্লিষ্ট পক্ষ এবারের মধ্য প্রাচ্য শান্তি সম্মেলনে অংশ নেবে বলে তিনি আশা করেন । --চুং শাওলি
|