স্বাধীন রাষ্ট্র সমূহের কমনওয়েলথ বা সি আই এসের সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলন ২২ নভেম্বর তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবেদে শেষ হয়েছে।
সম্মেলন শেষে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতারা ২০টিরও বেশি দলিল স্বাক্ষর করেছেন। জ্বালানি সম্পদ ও পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন খাতে এসব দলিল স্বাক্ষরিত হয়েছে। এদিন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাংগুলি বারদিমুখাম্মেদভ সম্মেলনে বলেছেন, পরিবহন হচ্ছে সি আই এসের দেশগুলোর মধ্যে সহযোগিতার প্রধান খাত। কাজাখস্তান - তুর্কমেনিস্তান-ইরান রেলপথ প্রকল্প সম্পন্ন হলে সি আই এসের অধিকাংশ সদস্য দেশের আন্তঃসীমান্ত পণ্যদ্রব্য পরিবহনে সুযোগ সৃষ্টি হবে।
এদিন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভিক্টোর ইয়ানুকোভিচ সি আই এস দেশগুলোকে অবিলম্বে অবাধ বাণিজ্য অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।(লিলু)
|