২২ নভেম্বর লেবাননের সংখ্যাগরিষ্ঠ দল দেশের সব পার্লামেন্ট সদস্যকে ২৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পার্লামেন্টারী অধিবেশনে যোগ দেওয়ার তাগিদ দিয়েছে।
লেবাননের সংখ্যাগরিষ্ঠ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, পার্লামেন্ট হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন , প্রধানমন্ত্রীর নিয়োগ অনুমোদন এবং মন্ত্রিসভার ওপর আস্থা ভোট দেয়ার একমাত্র বৈধ সংস্থা। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রত্যেক পার্লামেন্ট সদস্যের দায়িত্ব ।
এদিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যে অচলাবস্থা চলছিল তা ভাঙতে লেবাননের বিরোধী দল " ফ্রি প্যাদ্রিওটিক মুভমেন্ট " প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি অনুসাবে তাদের দলের বাইরে থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করলে আপত্তি নেই এবং পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সরকারি দল " ফিউচার মুভমেন্টের" বাইরে থেকে এবং বিভিন্ন দলের একজন সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী নির্বাচন করা যেতে পারে।--ওয়াং হাইমান
|