২৩ নভেম্বর ইরাকের রাজধানী বাগদাদে গৃহপালিত পশুর একটি বাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩জন নিহত এবং ৫৭জন আহত হয়েছে ।
জানা গেছে, সকাল ৯টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এদিন ছিল ইরাকে ছুটির দিন । ছুটির দিনে বাজারটি খোলা থাকায় অনেক লোক সেখানে পশু কেনাবেচা করতে যান ।
বর্তমানে ইরাকী পুলিশ বাজারটি বন্ধ করে দিয়েছে এবং এর কাছাকাছি অঞ্চলে গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । এদের মধ্যে ৪জন পুলিশ রয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|