২৩ নভেম্বর ভারতের উত্তর প্রদেশে তিনটি শহরে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং অনেক লোক আহত হয়েছে ।
ভারতের এনডিটিভি'র এক খবরে জানা গেছে, তিনটি বোমা বিস্ফোরণ লক্ষ্ণৌ, বারানসি এবং ফাইজাবাদ শহরে ঘটেছে । সবগুলো শহরেই দেওয়ানী আদালতের কাছাকাছি বিস্ফোরণ ঘটেছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় একে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে । ভারতীয় পুলিশ বলেছে , তিনটি হামলায় আইনজীবীদের বিরুদ্ধে চালানো হয়েছে এবং এর উত্স অভিন্ন।
(ছাও ইয়ান হুয়া)
|