২৩ নভেম্বর কমনওয়েলথ শীর্ষ সম্মেলন উগানডার রাজধানী কাম্পালায় শুরু হয়েছে । সম্মেলনের আলোচ্যসূচীতে রয়েছে জলবায়ু পরিবর্তন, সদস্যদেশগুলোর মধ্যে ব্যবধান কমানো এবং সহস্রাবন্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা ।
জানা গেছে, বৃটেনের রানী দ্বিতীয়এলিজাবেথ, কমনওয়েলথের মহাসচিব এবং ৫৩টি সদস্যদেশের মধ্যে ৫০টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারী প্রধান ও প্রতিনিধিরা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এবার সম্মেলনের প্রতিপাদ্য হবে কমনওয়েলথ দেশগুলোর সমাজের পরিবর্তনের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি ও মানব জাতির উন্নয়ন বাস্তবায়ন করা ।
(ছাও ইয়ান হুয়া)
|