জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীন সরকার অনেক চেষ্টা চালিয়ে আসছে এবং লক্ষ্যণীয় সাফল্যও এসেছে।
চীনের আবহাওয়া ব্যুরোর মহা পরিচালক জেন গু গু্য়াং ২২ নভেম্বর এক ব্রিফিংএ এ কথা বলেছেন। তিনি বলেন, চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসের রির্পোটে প্রথম বারের মতো জলবায়ু পরিবর্তন মোকাবেলার কথা উল্লেখ করা হয়েছে। এতে প্রতিপন্ন হচ্ছে যে , বিশ্ব জলবায়ু রক্ষায়চীন আন্তর্জাতিকপর্যায়ে ভূমিকা পালনে আগ্রহী।
জানা গেছে, গত জুন মাসের পর চীন সরকার " জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীনের রাষ্ট্রীয় কর্মসূচী" ও " জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নিঃসরন কমানোর সার্বিক কর্মসূচী" সহ বেশ কয়েকটি দলিল প্রকাশ করেছে। চীনের বিভিন্ন পর্যায়ের সরকার এখন জ্বালানী সাশ্রয়, বিষাক্ত গ্যাস নিঃসরন কমানো ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার দিকে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। (চিয়াং চিন ছেন)
|