গত বেশ কয়েক বছরে চীনে উচ্চ প্রযুক্তির উত্পাদানের ফলে তথ্য খাতে অবকাঠামোগত কার্যকারিতা ব্যাপক মাত্রায় বেড়েছে। এতে তথ্যায়নের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে এবং তথ্য নিরাপত্তার মানও উন্নত হয়েছে। চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ মহা পরিচালক জেন শিও ছিং সম্প্রতি খুনমিংএ " জাতীয় উচ্চ প্রযুক্তির উত্পাদন শিল্প সম্পর্কিত কর্ম সম্মেলনে" এ কথা বলেছেন।
তিনি বলেন, বতর্মানে চীনের টেলিযোগাযোগ ও ইন্টারনেটের আকার বিশ্বে সবচেয়ে বড়। টেলিফোন গ্রাহকের সংখ্যা ৯০ কোটি এবং ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ১৬ কোটি। এ দুই খাতে বিশ্বে চীনের আওতা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় । এর পাশাপাশি চীনের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের বেশির ভাগ বিভাগে ওয়েবসাইট স্থাপন করা হয়েছে। তিনি বলেন, চীনের তথ্য নিরাপত্তা অবকাঠামোর নির্মাণকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। এ ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি হয়েছে। (চিয়াং চিন ছেন)
|