প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু লিলি। বন্ধুরা, চাওয়া পাওয়াতে সবার সঙ্গে আবার মিলিত হতে পেরে আমি খুব খুশি। এই বিশ মিনিটের জন্য আসুন আমরা জীবন ও কর্মের নানা ধরণের কষ্ট ভুলে গিয়ে সঙ্গীতের আকর্ষণীয় শক্তিকে অনুভব করা যাক। কেমন?
গত বার আমি "অনেক কিছুই ঠিক বলে জেনে" গানটি শুনিয়েছিলাম। সবার নিশ্চয়ই মনে আছে? আমি ভুলে বলেছিলাম, শাকিলা জাফর এই গানটি গেয়েছেন। আসলে এটি হচ্ছে পারভীন সুলতানার গাওয়া। গানের গীতিকার হচ্ছেন আমাদের বিভাগের বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন। তাই আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি সেই শিল্পী পারভীন সুলতানার কন্ঠের আরেকটি গান শোনাচ্ছি। গান শোনানোর মাধ্যমে আমার দুঃখ প্রকাশ করতে চাই। আচ্ছা, তাহলে সবাই মিলে শুনুন, "একবার শুধু বলো"গানটি। গানের গীতিকার হচ্ছেন আবাম ছালাউদ্দিন।
বাংলাদেশের রাজশাহী জেলার মোহাম্মদ আব্দুর রহিম তাঁর চিঠিতে লিখেছেন, "কেন ভালোবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না" সুবির নন্দীর গাওয়া এই গানটি আমি শুনতে চাই। আচ্ছা, এখন আপনার চাওয়া পূরণ করছি। চলুন, আমার সঙ্গে গানটি শুনুন।
বাংলাদেশের নরসিংদী জেলার চালাকচর গ্রামের নব অরুন বেতার শ্রোতা সংঘের সভাপতি রাসেল রানা সজীব আমাদের অনুষ্ঠানে লতা মুঙ্গেকরের কন্ঠে একটি বাংলা গান শুনতে চেয়েছেন। এটা তো খুব কঠিন না। সবাই একসঙ্গে লতা মুঙ্গেশকরের গাওয়া একটি গান শুনি। গানের শিরোনাম "আমি যে কে তোমার"।
বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফকিরের হাট গ্রামের প্রতিবন্ধন রেডিও ডিএক্স ক্লাবের এম.মোশারফ হোসেন রিপন আমাদের অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কথা হলো: মরিব মরিব দাওগো বিদায়। কিন্তু দুঃখিত ভাই, গানটি আমাদের হাতে নেই। তাই আমি আইয়ুব বাচ্চুর গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "আমিও মানুষ"। আশা করি আপনি হতাশ হবেন না।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে। (লিলি)
|