সাম্প্রতিক বছরগুলোতে আনহুই প্রদেশ প্রধানত গ্রামাঞ্চলের দুর্বল স্কুলগুলোয় সাহায্য দেয়াকে কেন্দ্র করে সারা প্রদেশে বাধ্যতামূলক শিক্ষার ভারসাম্যের উন্নয়নে এগিয়ে যাচ্ছে। ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষায় বরাদ্দ করা অর্থের পরিমাণ প্রায় ৮১৬ কোটি ইউয়ান রেনমিনপিতে দাঁড়িয়েছে।
*লিয়াওনিং প্রদেশের নাগরিক ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের শেষ নাগাদ পর্যন্ত লিয়াওনিং প্রদেশ গ্রামাঞ্চলের ৮ লাখ ৪৫ হাজার পরিবারের ২১ লাখ ৫০ হাজার নিম্ন আয়ভোগী জনগণের উপর এক জরীপ চালিয়েছে। জরিপের পর গ্রামাঞ্চলের সর্বনিম্ন আয়ভোগী ৮ লাখ লোকের জীবন যাত্রার মান সুনিশ্চিতকরণের আওতায় আনা হয়েছে। এই সংখ্যা ২০০৬ সালের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি এবং এপরের সুনিশ্চিতকরণের হার ৪ শতাংশ।
(লিলি)
|