|
|
(GMT+08:00)
2007-11-23 11:02:31
|
হাংগেরির প্রেসিডেন্ট সোলিম লাজলো
cri
সোলিওম লাজলো ১৯৪২ সালের ৩ জানুয়ারী পেজ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তিনি পেজ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৬৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি পর পর হাংগেরি বিজ্ঞান একাডেমি ও কংগ্রেস গ্রন্হাগারে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে তিনি ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ১৯৮৯ ও ১৯৯০ সালে তিনি হাংগেরির সংবিধানিক আদালতের উপ প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি হাংগেরির সংবিধানিক আদালতের প্রধানের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালের জুন মাসে তিনি হাংগেরির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ছাই ইউয়ে
|
|
|