চীন-ইউরোপ অবাধ বাণিজ্য এলাকার ৮টি দেশ ও অঞ্চলের নেতারা ২১ নভেম্বর মেসিডোনিয়ার রাজধানী স্কপে এক সম্মেলনে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার সংহতকরণ সংক্রান্ত একটি ঘোষণা গ্রহণ করেছেন ।
ঘোষণায় বলা হয়, অংশগ্রহণকারীরা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা গভীর করবে, বিভিন্ন পক্ষের মধ্যে বাণিজ্য বিনিময় জোরদার করবে এবং বাজার আরও উন্মুক্ত করে ২০০৬ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন পক্ষের মধ্যে স্বাক্ষরিত অবাধ বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় বাস্তবায়ন করবে ।
মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চীন-ইউরোপ অবাধ বাণিজ্য এলাকা বিভিন্ন সদস্যদের মধ্যে এবং আঞ্চলিক ও ইউরোপীয় ইউনিয়ানের বাজারের যোগাযোগ জোরদার করেছে, এ অঞ্চলের বৈদেশিক পুঁজি বৃদ্ধি ত্বরান্বিত করেছে এবং আঞ্চলিক অর্থনীতির উন্নয়নের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|